বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদখেলার সময়এক মাস এগিয়ে আসতে পারে আইপিএল

এক মাস এগিয়ে আসতে পারে আইপিএল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আট দলের ৭ম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবার একমাস এগিয়ে আসতে পারে। কারণ আগামী বছরের এপ্রিল-মে’তে সংসদীয় নির্বাচন। আইপিএল গভর্নিং কাউন্সিল ডিসেম্বরে এই নিয়ে মিটিংয়ে বসতে চলেছে। তবে ২০০৯ সালের মতো নির্বাচনের সংঘাত ঘটায় সপ্তম আইপিএল দুবাই বা দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করার কোনো সম্ভাবনা নেই। কারণ ডলারের অনুপাতে ভারতীয় রুপির ধারাবাহিক মূল্যবৃদ্ধি। আগে যেখানে ৫০-৫২ রুপিতে এক ডলার ছিল, এখন ডলার পিছু গুণতে হচ্ছে ৬৩-৬৪ রুপি।

আইপিএলে আটটি দল খেললে মোট ম্যাচ কমে হবে ৬০টি। সেক্ষেত্রে ৪০ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করা সম্ভব। বিদেশে টুর্নামেন্ট গেলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রচুর বাড়তি অর্থ বিদেশি মুদ্রায় গুণতে হবে। প্রচারসত্ত্বাধারী মাল্টি স্ক্রিন মিডিয়াও চায়, আইপিএল এসমাস এগিয়ে এনে দেশের মাঠে আয়োজন করতে।
জানুয়ারির মাঝামাঝি সংসদীয় নির্বাচন কবে তার আভাস দিতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের পর ভারতীয় দলের ক্রিকেটাররা মোটামুটি ‘ফ্রি’। একমাত্র অস্ট্রেলিয়া দল তখন দক্ষিণ আফ্রিকা সফর করবে। সেই সফরও শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। সুতরাং মে মাসে ভোট হলেও মার্চ-এপ্রিলে এদেশে আইপিএল করতে বদ্ধপরিকর বিসিসিআই। তবে একটাই সমস্যা। মার্চেও বহু বোর্ডের পরীক্ষা চলে। স্কুলেও বার্ষিক পরীক্ষার সূচি থাকে। জানুয়ারিতে হবে আইপিএল ক্রিকেটারদের নিলাম।

আরও পড়ুন

সর্বশেষ