শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখসড়া কর আইন কর প্রশাসনের প্রকৃত উন্নতি সাধন করবে : ড. মো....

খসড়া কর আইন কর প্রশাসনের প্রকৃত উন্নতি সাধন করবে : ড. মো. সেলিম উদ্দিন

IMG_20230228_105752‘খসড়া আয়কর আইন-২০২২ এর পরিবর্তন’ শীর্ষক এক সিপিডি অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও হিসাব বিজ্ঞানী প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ-এ আইনটি চালু হলে কর প্রশাসনে প্রকৃত উন্নতি সাধিত হবে মর্মে মন্তব্য করেছেন। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি), আইসিএমএবির উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি বন্দরনগরীর সিএমএ ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ড. সেলিম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন খসড়া এ আইনটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তবায়ন করা হলে কর জিডিপি অনুপাত, কর ভিত্তি, কর পরিপালন, রাজস্ব প্রভাব এবং ট্যাক্সনেট বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সিবিসি’র চেয়ারম্যান আসাদুর রহমান, এফসিএমএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরশাদ উল্লাহ এফসিএমএ এবং ওয়াহিদ উল্লাহ এফসিএমএ যথাক্রমে সেশন চেয়ারম্যান ও অনুষ্ঠান পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের এজিএম মো. আমিনুল ইসলাম উপজীব্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন

সর্বশেষ