মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২৮শে ফেব্রুয়ারি থেকে ৪ই মার্চ

৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২৮শে ফেব্রুয়ারি থেকে ৪ই মার্চ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আয়োজনে ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প -২০২৩  ২৮শে ফেব্রুয়ারি থেকে ৪ই মার্চ চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে “যুব নেতৃত্বের প্রসার, সবুজ বিশ্বের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশিক্ষিত এবং দক্ষ যুব শক্তি তৈরির অন্যতম প্লাটফর্ম হচ্ছে ক্যাম্প। যুব সদস্যদের ৪দিন ব্যাপী হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে । যা পরবর্তীতে স্ব স্ব ইউনিট বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করবে। এ ক্যাম্পে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা, সিটির কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশের ৬৮টি ইউনিট থেকে চার দিনব্যাপী ১ হাজার ৪৫০ জন যুব স্বেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অধ্যাপক অংশগ্রহণ করবে। এবারের ক্যাম্পের সাব ক্যাম্প সমূহ বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং ৭ জন বীর শ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়। আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ক্যাম্পের স্বাগত সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।IMG-20230227-WA0021

আগামী ১লা মার্চ বুধবার সকাল ০৮.০০ মিনিটে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এমপি এবং ৩রা মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এছাড়াও উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ এ টি এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব, সাংসদ এম.এ.লতিফ এমপি, সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর-উর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্টেজারার এম এ ছালাম, সিভিল সার্জন ডাঃ মোঃ ইলিয়াছ চৌধুরী, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ।
এরই আলোকে ২৭ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলন চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ এ টি এম পেয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্টেজারার এম এ ছালাম, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর পারভেজ, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান,সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ সালাউদ্দিন, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, মোশরাফুল হক চৌধুরী পাভেল, জেলা ইউনিট ইউএলও আবদুল মান্নান, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু।

আরও পড়ুন

সর্বশেষ