শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়বাধা পেরোল শনিবার বিকেল ও রং ঢং

বাধা পেরোল শনিবার বিকেল ও রং ঢং

দীর্ঘদিন আটকে থাকার পর শনিবার সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। তবে সেন্সর বোর্ডের চৌকাঠ পেরোতে পারেনি অনন্য মামুনের সিনেমা ‘মেকআপ’। এদিন ‘শনিবার বিকেল’র সঙ্গে মুক্তির অনুমতি পায় আহসান সারোয়ারের ‘রং ঢং’ সিনেমাটি।  গতকাল চলচ্চিত্রের আপিল বোর্ডের শুনানিতে ‘শনিবার বিকেল’ আর ‘রং ঢং’র মুক্তির অনুমতি দেওয়া হয়। আর ‘মেকআপ’ প্রদর্শনের অযোগ্য বলে জানায় আপিল বোর্ড।   advertisement বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডে আটকে থাকা তিনটি ছবির আপিল শুনানি হয়েছে। এর মধ্যে “শনিবার বিকেল” ও “রং ঢং” মুক্তির অনুমতি পেয়েছে। তবে “মেকআপ” ছবিটি আপিল বোর্ড প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছে।’   advertisement 4 কেন ‘মেকআপ’ প্রদর্শনের অযোগ্য জানতে চাইলে শ্যামল দত্ত বলেন, ‘অত্যন্ত দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণে এই ছবি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছে আপিল বিভাগ।’   ‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার তবে আপিল বোর্ডের রায় সম্পর্কে কিছু জানেন না এর নির্মাতা অনন্য মামুন। তার ভাষ্য, ‘সেন্সর বোর্ডের আপিল বিভাগে শুনাতিতে আমাদের ডাকা হয়েছিল। আমরা আমাদের বক্তব্য দিয়েছি। তাদের সিদ্ধান্তের কথা শুনলাম। কিন্তু লিখিত কিছু এখনও হাতে পাইনি। লিখিত সিদ্ধান্ত জানার পর আমরা উত্তর দেব।’  এদিকে, এক সুপারস্টারের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মেকআপ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও রয়েছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলিসহ অনেকে।  ২০২১ সালে ‘মেকআপ’ সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু সিমোটি মুক্তির বদলে সে সময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন বোর্ডের সদস্যরা জানান, সিনেমায় ইন্ডাস্ট্রি নিয়ে নেতিবাচক কিছু বিষয় দেখানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ