শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা শহর

নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা শহর

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নিচ্ছিদ্র নিরাপত্তায় আজ ঢাকা শহর। নগরবাসীকে আতংক মুক্ত রাখতে আইনশৃংখা বাহিনী জীবন বাজী রেখে আজ কাজ করছে। জানা গেছে, আশরাফুজ্জামান-মাঈনুদ্দীন এ দুই যুদ্ধপরাধীর রায় ঘোষণা আজ। ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে। এ জনসভায় আওয়ামী লীগ বড় ধরনের শোডাউন করছে। অন্যদিকে, ১৮ দলের ডাকে আগামীকাল সকাল ছয়টা থেকে ৬০ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। এ তিনটি ঘটনা নিয়ে নগরবাসীর জান-মাল রক্ষার্থে উদ্বিগ্ন পুলিশ। জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর নিজে স্বয়ং আইন-শৃংখলা পরিস্থিতির মনিটরিং করছেন। সরকারের শেষ সময়ে যাতে বড় ধরনের কোন অঘটন না ঘটে, সরকার সে বেপারেও খুবই সতর্ক।

গত সপ্তাহে ১৮ দলের ডাকা হরতালে প্রায় ১৫ জন নিহতের ঘটনা ঘটে, আহত হয় শতাধিক। কয়েকশ গাড়ি ভাঙচুর হয়। খোদ রাজধানীতেই পাঁচ শতাধিক ককটেল ও বোমা বিস্ফোরিত হয়। সমগ্র নগরীতে ব্যপকভাবে আতংক ছড়িয়ে পড়ে। ককটেল ও বোমা বেছে-বেছে বিশেষ-বিশেষ ব্যক্তিত্বদের বাড়িতে নিক্ষেপ করা হয়। এ তালিকায় বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রী-এমপি, দুদক, ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, টিভি চ্যানেল সমূহ ছিল। জানা গেছে, ১৮ দলের আন্দোলনের ছত্র ছায়ায় জামাত-শিবির পরিকল্পিত ভাবে নগরবাসীকে আতংকে রাখতে এ হামলা চালায়।

সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার হাতে এ ধরনের নাশকতার খবর এসেছে। দেশকে অস্থির করতে, যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতাদের মুক্তির জন্য জামাত-শিবির এ নাশকতা করছে। এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রায় ১০ হাজার আইন-শৃংখলা বাহিনীর সদস্য নগরবাসীর নিরাপত্তায় আজ কাজ করছে। জানা গেছে, ঢাকায় অবস্থানরত বিদেশি দুতাবাস সহ বিশেষ-বিশেষ স্থাপনা, সচিবালয়, সংসদ ভবন, মন্ত্রী পাড়া, আদালত এলাকা, বিচারপতির বাসভবন, বিমান বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া এলাকা ভিত্তিক বিরোধী দল বিশেষ করে জামাত-শিবিরের নেতা-পাতিনেতাদের বিশেষ নজর দারিতে রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ