রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএবার দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে ক্ষোভ-বিক্ষোভ : মোছলেম উদ্দিনের...

এবার দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে ক্ষোভ-বিক্ষোভ : মোছলেম উদ্দিনের বাসায় দু পক্ষের মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতিতে অস্থিরতা চলছে। মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাদের চলছে লাগাতার আন্দোলন কর্মসূচি। মহানগর ছাত্রলীগের নতুন কমিটিকে ঘিরে ক্ষোভবিক্ষোভ শেষ হতে না হতেই দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে ঘিরে দু পক্ষের ক্ষোভবিক্ষোভ এখন থেকেই শুরু হয়েছে। গতকাল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের লালখান বাজারস্থ বাসভবনে দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি, ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মোছলেম উদ্দিন আহমদ দু পক্ষকে ডেকে সাবধান করে দেন এবং তাদের মিলিয়ে দেন। দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতারা জানান, গতকাল সকালে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের বাসভবনে ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে শীর্ষ নেতারা বৈঠকে বসেছিলেন। এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতির ব্যাপারে শীর্ষ তিন নেতা একমত হলেও সাধারণ সম্পাদক নিয়ে একমত হতে পারেন নি। বৈঠকে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভের বিষয়টিও উঠে আসে। এ মুহূর্তে দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হলে সেখানেও একই ধরনের অস্থিরতা শুরু হবে কিনা তা নিয়ে বৈঠকে আলাপ আলোচনা হয়।

সকা জেলার শীর্ষ নেতাদের বৈঠকের পর বিকালে দক্ষিণ জেলা ছাত্রলীগের উভয় পক্ষের ছেলেরা মোছলেম উদ্দিনের সাথে দেখা করতে তার বাসভবনে যান। এসময় গেটের বাইরে বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সালাউদ্দিন সাকিব গ্রুপের সাথে নতুন কমিটির সভাপতি প্রার্থী আরিফ গ্রুপের ছেলেদের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় একগ্রুপের কর্মীরা ছাত্রলীগ নেতা মহিউদ্দিনকে মারধর করতে চাইলে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে মোছলেম উদ্দিন আহমদ উভয় পক্ষকে মিলিয়ে দেন।

এ ব্যাপারে জানতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা চলছে। বিকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ব্যাপারে তিনি জানান, আমি ওই সময় ছিলাম। বড় কিছু ঘটেনি, দু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ