শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......১৩ শর্তসাপেক্ষে ১৮ দলীয় জোটকে সমাবেশের অনুমতি

১৩ শর্তসাপেক্ষে ১৮ দলীয় জোটকে সমাবেশের অনুমতি

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

অবশেষে শর্তসাপেক্ষে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটকে আগামীকাল শুক্রবার সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের অনুমতি দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতেৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে দেখা করে সমাবেশে অনুমতি দেয়ার ব্যাপারে আলোচনা করেন। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটকে ঢাকা মহানগর পুলিশ শর্তসাপেক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল সমাবেশের অনুমতি দিয়েছে। শর্তগুলো হচ্ছে-
(১)     শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে সমাবেশ অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম ও মাইক ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।
(২)    সমাবেশ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হবে।
(৩)    সোহরাওয়ার্দী উদ্যানের বাহিরে  বা সড়কে বা সড়কের পার্শ্বে মাইক/প্রজেকশন ব্যবহার করা যাবে না।
(৪)    সোহরাওয়ার্দী উদ্যানের বাহিরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না।
(৫)     পুলিশ প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে মঞ্চ তৈরী করতে হবে এবং সমাবেশ অনুষ্ঠান ব্যতীত মঞ্চকে অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না।
(৬)    সোহরাওয়ার্দী উদ্যানে অভ্যন্তরস্থ কোন স্থাপনা কিংবা বৃক্ষরাজির কোন ক্ষতি সাধন করা যাবে না।
(৭)    সমাবেশ অনুষ্ঠান শুরুর ০২ (দুই) ঘন্টা পূর্বে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে এবং বিকাল পাঁচটার মধ্যে শেষ করতে হবে।
(৮)    অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশসহ রাস্তায় কোন অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও যান চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে কোন ধরণের অনুষ্ঠানে অনুমতি প্রদান করা হবে না।
(৯)     সমাবেশ  চলাকালে আইন-শৃঙ্খলা পরিপন্থী ও জনস্বার্থ, রাষ্ট্র ও জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ করা যাবে না।
(১০)    কোন ধরণের ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড, দা, কুড়াল,কাস্তে, বল্লম ও দেশীয় অস্ত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না।
(১১)    মিছিলসহকারে সমাবেশস্থলে আসা যাবে না।
(১২)    উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষনিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলিয়া গণ্য হবে।
(১৩)    জনস্বার্থে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে অনুমতির আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আরও পড়ুন

সর্বশেষ