সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসার্কিট হাউজ সংলগ্ন শিশু পার্কটি সরাতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি: নওফেল

সার্কিট হাউজ সংলগ্ন শিশু পার্কটি সরাতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি: নওফেল

বিএনপি সরকার উদ্দেশ্যমূলকভাবে চট্টগ্রাম সার্কিট হাউজের পাশে  শিশু পার্ক তৈরি করে সার্কিট হাউজের নান্দনিক রূপ হানি করেছে। সার্কিট হাউজ ইতিহাস-ঐতিহ্যের হীরক খণ্ড। মুক্তিযুদ্ধ চলাকালে এখানে হানাদার বাহিনীর টর্চার সেলে শহীদ হয়েছেন অনেক কৃতী বাঙালি। হানাদার মুক্ত চট্টগ্রামে এই সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা মেজর রফিকুল ইসলাম সহযোদ্ধাদের সাথে নিয়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। অনেকগুলো ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী এই সার্কিট হাউজে একজন জিয়াউর রহমান নিহত হয়েছেন বলে তার নামে জাদুঘর হলেও এটা গোডাউন ও ইতিহাস বিকৃতির ঠিকানা। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থেই এই নামে জাদুঘর হতে পারে না। তাই এই পার্ক সরিয়ে ফেলতে আমি সংসদ সদস্য হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ২৮ আগস্ট সকালে নগরীর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষের বাসভবনে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সার্কিট হাউজের নান্দনিক সৌন্দর্য রক্ষায় শিশু পার্কটি সরিয়ে ফেলা উচিত এবং বিষয়টি প্রক্রিয়াধীন বলে মন্তব্য করে বলেন, ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতির যে প্রতিযোগিতা শুরু হয়েছে সার্কিট হাউজের সামনে পার্ক নির্মাণ তারই একটি অংশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নগরীর সৌন্দর্য বর্দ্ধনে উদ্যোগী। তিনি আরো বলেন, ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকেই হত্যা নয়, মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যার সামিল। কিন্তু ঘাতকদের সেই স্বপ্ন পূরণ হয়নি তারা গণদুশমন।

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চউক চেয়ারম্যান এম.জহিরুল আলম দোভাষ, ২২ মহল্লা কমিটির সভাপতি ইউসুফ সর্দ্দার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী ও সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ