শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের সেশন ইনসেপশন প্রোগ্রাম ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সরোয়ার উদ্দিন এর সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বংলাদেশ এর রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর এম.বি.এ কো-অর্ডিনেটর মোঃ কামাল উদ্দিন, বিজিস্ িট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্রী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্স এর সহকারী অধ্যাপক ও হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি’র পিএইচ. ডি গবেষক নুর নাহার বেগম। সহকারী অধ্যাপক ধীমান বড়–য়া’র সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন।2115F80C-458E-402D-B0D5-2E438939E161

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীরা সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করছে। আমি আশা করবো ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র-ছাত্রীরা তাদের দক্ষতা দিয়ে নিজেদের সফলতার পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে অনলাইন একাডেমিক কার্যক্রম গুণগতমানসম্পন্ন ও সফলভাবে পরিচালনার মাধ্যমে সেশনজটমুক্তভাবে সেশন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
বিশেষ অতিথি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন বলেন, ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ের মধ্যে বিশ্ববিদ্যালয় জীবনের এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সফল হতে হলে এ সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে বিশ্বায়নের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। তাছাড়া তিান শিক্ষার্থীদের নৈতিক ও মানবিকবোধ সম্পন্ন দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেদেও গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। কারণ আজকের তরুণ মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

সর্বশেষ