শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপহিলারিকে জরিমানা

হিলারিকে জরিমানা

ইন্টারন্যাশনাল ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ভবিষ্যতে হতে পারেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু এসব পরিচয় দায়িত্ব পালনে প্রভাব ফেলেনি লন্ডনের এক ট্রাফিক ওয়ার্ডেনের উপর। তিনি হিলারি ক্লিনটনের গাড়িকে ৮০ পাউন্ড (১৩০ ডলার) জরিমানা করেছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার কাজের জন্য লন্ডনে পুরস্কার নিতে এসেছিলেন। কিন্তু তার নিরাপত্তায় নিয়োজিতরা বিশেষ জায়গায় মার্সিডিজ পার্কিং বাবদ ৩.৩০ পাউন্ড মূল্যের টিকিট ক্রয় করেননি। জায়গাটি ছিল সেন্ট্রাল লন্ডনের জেমস স্কয়ার। আর টিকিট না কেনায় ট্রাফিক ওয়ার্ডেন ৮০ পাউন্ড জরিমানা করেছেন।

ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের নির্বাচিত সদস্য ড্যানিয়েল অ্যাস্টায়ার বলেন, ‘হিলারি ক্লিনটনের গাড়িটি প্রায় ৪৫ মিনিট পার্কিং করা হয়েছিল। তবে আমি নিশ্চিত যে, তিনি বুঝতে পেরেছেন, আমরা সবার প্রতি সুবিচার করি। এ ক্ষেত্রে কারো বিশ্বখ্যাতি বা ক্ষমতাকে পরোয়া করি না।’  তবে এখানে একটি সুসংবাদ হলো- যদি হিলারি ক্লিনটন ১৪ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করেন তাহলে ৪০ পাউন্ড তাকে ফিরিয়ে দেয়া হবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

আরও পড়ুন

সর্বশেষ