মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়পদত্যাগ করছেন না হানিফ

পদত্যাগ করছেন না হানিফ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবউল আলম হানিফ পদত্যাগ করছেন না। সংবাদ মাধ্যমের সাথে সন্ধায় টেলিফোনে আলাপকালে হানিফ নিজেই এ তথ্য দিয়ে বলেছেন, নেত্রীর সাথে আমার অনেক কথাই হয়,হচ্ছে। তিনি আমাদের দলের সভানেত্রী, মুরব্বি। আমাকে শাসন করার অধিকার তার রয়েছে। আপনারা আমার পদত্যাগ নিয়ে যা শুনেছেন তা নিতান্তই গুজব, এর সাথে বাস্তবতার কোন মিল নেই।

জানা গেছে, হানিফ পদত্যাগ না করার পাশাপাশি অত্যন্ত কৌশলী হয়ে দলে সিনিয়র নেতাদের সহযোগিতা চেয়েছেন। হানিফের এই দুঃসময়ে হানিফ সিনিয়রদের পরামর্শ চেয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আত্মীয় এমন একজন সিনিয়র নেতা হানিফকে আশ্বাস্ত করেছেন, সব ঠিক হয়ে যাবে। সূত্র মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় প্রার্থিতা বাছাই করা নিয়ে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের ওপর ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানা আওয়ামী লীগ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তেও অসন্তোষ প্রকাশ করেছেন। এ দুটি বিষয় নিয়ে গত ৯ অক্টোবর কুষ্টিয়ার তৃণমূল নেতাদের বৈঠকে আলোচনার এক পর্যায়ে হানিফকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, তৃণমূলের বৈঠকে প্রধানমন্ত্রী ও মাহবুবউল আলম হানিফের মধ্যে উত্তেজনাকর আলোচনা হয়েছে। হানিফকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ