শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়মানুষকে রক্ষা করার জন্য বাজেট করছি : অর্থমন্ত্রী

মানুষকে রক্ষা করার জন্য বাজেট করছি : অর্থমন্ত্রী

আমরা এবারের বাজেটে কৃষিখাতে বিশেষ গুরুত্ব দিয়েছি। কারণ কোনো না কোনোভাবে আমরা কৃষির সঙ্গে জড়িত। আমরা সবাই কৃষকের সন্তান। তাই এবার কেউ বলেনি গরিব মারার বাজেট। আমরা কাউকে মারার জন্য বাজেট করি না। মানুষকে রক্ষা করার জন্য বাজেট করছি। ১২ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপন পরবর্তী ভার্চ্যুয়াল মিটিংয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগে মানুষকে বাঁচাতে হবে। গ্রামীণ অর্থনীতি আগে ঠিক করা হবে। অর্থ যা লাগবে, তা খরচ করব। আগে খরচ পরে আয়। আগে মানুষকে রক্ষা করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা ভালো অবস্থায় আছি। সবল অর্থনীতি বিবেচনায় বিশ্বে আমরা নবম। আমাদের ঋণের বোঝা নেই। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমরা দেশের মানুষের জন্য সবকিছু দেব। আমরা ১০০টি বিশেষ জোন করেছি। এখানে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে।

মহামারি করোনা ভাইরাস প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, এটা আর বেশি সম্প্রসারণ হবে না। ধীরে ধীরে কমে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ