মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবহু প্রতীক্ষিত বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন শনিবার

বহু প্রতীক্ষিত বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন শনিবার

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

বহু প্রতীক্ষিত বহদ্দারহাট ফ্লাইওভার নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগেই যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডএ)এ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ কাজের প্রকল্প মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তার দুই মাস আগেই এ ফ্লাইওভার খুলে দেয়া হচ্ছে। বহদ্দারহাট বাস টার্মিনালের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের সংযোগ রক্ষাকারী সড়কে ১ দশমিক ৩৩ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালের ডিসেম্বরে। সিডিএর নিজস্ব অর্থায়নে ১০৬ কোটি টাকা ব্যয়ে এ ফ্লাইওভার তৈরি করা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর গার্ডার ধসে অন্তত ১৩ জনের মৃত্যুর পর থেকে ফ্লাইওভারটির নির্মাণ কাজের তদারকি করছে সেনাবাহিনী।

তবে উদ্বোধনের পর ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও ছোট ছোট কিছু কাজ চলবে। পুরোপুরি কাজ শেষ হলে তা সিডিএকে বুঝিয়ে দেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ