মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদখেলার সময়২০১০ সালের সিরিজ জয়ের প্রেরণা নিয়ে এবারও নিউজিল্যান্ডকে বধ করতে চান বাংলাদেশ...

২০১০ সালের সিরিজ জয়ের প্রেরণা নিয়ে এবারও নিউজিল্যান্ডকে বধ করতে চান বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

২০১০ সালের সিরিজ জয়ের প্রেরণা নিয়ে এবারও নিউজিল্যান্ডকে বধ করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বললেন, ‘২০১০ সালের সিরিজ জয়ে আমরা অনুপ্রাণিত। সে অনুপ্রেরণায় এবার দলের সবাই নিজেদের সেরাটা খেললে ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমিও আমার সেরাটা খেলার চেষ্টা করবো।’

লর্ডসে সবচেয়ে কম বয়সী হিসেবে তার অভিষেক হয়েছিল ২০০৫ সালে। এর আগে নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের। নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। জাতীয় দলের সহ অধিনায়ক ছিলেন অনেক দিন। এখন জাতীয় দলের পরিপক্ক অধিনায়ক তিনি। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ২৬ বলে ৪১ রানের ইনিংসে টি-২০ তে জয় পায় বাংলাদেশ। সর্বশেষ ক্যারিবীয়দের বিপক্ষে ৩-২ তে একদিনের সিরিজ জিতে নিজের নাম উজ্জ্বল করেন। দলের পক্ষে ৫ ম্যাচে সর্বোচ্চ ২০৪ রান করে ম্যান অব দ্যা সিরিজও হয়েছিলেন।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার প্রথম টেস্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই অধিনায়ক বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলেছি কিন্তু জয় পায়নি। জয়ের কাছাকাছি গিয়েও হারতে হয়েছে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চাই।’

এবছর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মুশফিক। তার সফল নেতৃত্বে পাঁচদিনের টেস্ট সিরিজটি ড্র করে বাংলাদেশ দল। এবারও মাঠে ভালো পারফরম করে দলের নেতৃত্ব দিতে চান বাংলাদেশ দলের এ দল নেতা। বললেন, ‘সিরিজে দলগত ভালো করার পাশাপাশি আমি নিজেও ভালো করতে চাই। হতে চাই সিরিজ সেরা খেলোয়াড়।’

২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড দলকে কাবু করতে ব্যাটে বলে সাকিবের নৈপুন্যের কথা উল্লেখ করে বাংলাদেশ দলের সফল এ উইকেট কিপার বলেন, সাকিবের মতো বিশ্বমানের খেলোয়াড়কে দলে পেয়ে আমি গর্বিত। আশা করছি সে তিন বছরের আগের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে মেলে ধরবে’।

বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিছুটা হতাশ জাতীয় দলের এ অধিনায়ক। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় আমাদের চেয়ে নিউজিল্যান্ড দলের সমস্যা হবে বেশি।’

নতুন উইকেটে কোন সমস্যা হবে না বলেও জানান তিনি। বললেন, ‘আমাদের চেয়ে তাদের বেশি অসুবিধা হবে। আশা করছি নতুন উইকেটে আমরা মানিয়ে নিতে পারবো।’

বাংলাদেশ দলে টেস্টে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান খেলোয়াড় মুশফিকুর রহিম। এ পর্যন্ত ৩৪ টেস্টে ২ সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরিসহ ৩২.১৪ গড়ে ১৯৯৩ রান করেন তিনি। পাশাপাশি ১১৯ ওয়ানডেতে করেছেন ২৩২৪ রান। সেঞ্চুরি ১, হাফসেঞ্চুরি ১১ এবং গড় ২৫.৮৪।

আরও পড়ুন

সর্বশেষ