শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে রঙিন আয়োজনে বসন্ত উৎসব পহেলা ফাগুন উদযাপন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে রঙিন আয়োজনে বসন্ত উৎসব পহেলা ফাগুন উদযাপন

আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি উইমেনে রঙিন আয়োজনে ঋতুরাজ  বসন্তের আগমনকে সামনে রেখে বসন্ত উৎসব পহেলা ফাগুন উদযাপিত হয় । এই উপলক্ষে ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট এফেয়ার্স এর সহযোগিতায় স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজনে “ফাগুনের ও মোহনায়” নামক এক বর্ণাঢ্য অনুষ্ঠান মালা আয়োজন করে । এই উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের লেইন ও কনফারেন্স হল সজ্জিত করা হয় নানা রকম ফুল ও লাইটিং এর মাধ্যমে । বেশীর ভাগ শিক্ষক,ফ্যাকাল্টি,স্টাফ ও শিক্ষার্থীরা হলুদ ,কমলা ও লাল রঙের জামা ও শাড়ী পড়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করে । দুইভাগে বিভক্ত উৎসবে প্রথম পর্বে ছিল ফাগুন মেলা । এতে ১৮টি স্টল অংশগ্রহন করে । যেখানে ছিল দেশি ও বিদেশী খাবারের পসরা, বিভিন্ন ডিজাইনের জামা কাপড়, শিক্ষার্থীদের হাতের তৈরি বিভিন্ন প্রকারের সাজগোজের উপকরণ,প্রসাধনী সামগ্রী ,ছুড়ি ইত্যাদি । দ্বিতীয় পর্বে ছিল বর্ণাঢ্য স্বাংস্কৃতি পরিবেশনা । বাংলাদেশী ছাড়া ও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নৃত্য,গান,লোক সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও, ওবিই,এফএসিএসএস । এছাড়াও ইউনিভার্সিটি রেজিষ্ট্রার ড.ডেভ ডোল্যান্ড সহ ফ্যাকাল্টি,স্টাফ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।Pohela Fagun Celbration (1)
বাংলাদেশের মহান জাতীয় সংসদের মাধ্যমে চার্টার প্রাপ্ত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ ডব্লিউ) ২০০৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে । বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চলের প্রথম আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটি আর্ন্তজাতিক পর্যায়ে নারীদের শিক্ষা ও নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে ,যার শেকড়ে  রয়েছে এশিয়ার জনগণের  আকাঙ্খা ও প্রত্যাশা । বাংলাদেশের মহান জাতীয় সংসদের মাধ্যমে চার্টার প্রাপ্ত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ.ইউ ডব্লিউ) । এই বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চল তথা এশিয়ার নারীদের নারী নেতৃত্ব,উদ্যোক্তা এবং সমাজ পরিবর্তনের অবদানের জন্য নারী নেটওয়ার্ক তৈরি করার জন্য অসাধারণ ভাবে সহযোগিতা করে আসছে । পাশাপাশি এটি এমন সব নারীদের জন্য কাজ করছে ,যাদের মধ্যে রয়েছে অসাধারণ শিক্ষার সম্ভাবনা, সাহসী মনোভাব এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে গিয়ে সমাজ বির্নিমানে নিজেদের তৈরি করার অপার আগ্রহ । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ.ইউ ডব্লিউ) বর্তমানে বিশ্বের ১৯ টি দেশের ৯০০ জনের অধিক নারী শিক্ষার্থীরা অধ্যায়ন করছে । তন্মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস পিডিআর, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, মালয়েশিয়া,শ্রীলংকা, সিরিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনাম এবং ইয়েমেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের  ছাত্রীদের মধ্যে বেশীর ভাগই হলো তাদের পরিবারের ১ম সন্তান যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছে। বিশ্ববিদ্যালয়ের ৮৫% ছাত্রী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের  সাথে সম্পৃক্ত বিশ্বের বিভিন্ন সহযোগী ব্যাক্তি ও সংগঠনের প্রদত্ত স্কলারশীপের আওতায়  ১০০%  বৃত্তি বা প্রায় ১০০%  বৃত্তি নিয়ে পড়া লেখা করে আসছে । এই পর্যন্ত প্রায় ৮০০ জনের অধিক শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ ডব্লিউ) হতে গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেছে । এবং বেশির ভাগ ছাত্রী তাদের নিজ নিজ দেশে সরকারী ও বেসরকারী ক্ষেত্রে সুনামের সাথে কাজ করে আসছে । ২৫% ছাত্রী উচ্চতর শিক্ষার জন্য সুযোগ গ্রহন করেছে। এই বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী প্রাপ্ত ছাত্রীরা বা ইতিপূর্বে অধ্যয়নরত ছাত্রীরা বিশ্বের বড় বড় নামী দামি বিশ্ববিদ্যালয় যেমন:- অক্সফোর্ড,স্ট্যানফোর্ড,কলম্বিয়া,নিউ ইয়র্ক ইউনিভার্সিটি,ডিউক, ব্র্যান্ডে,সাওে,সোয়াস,ইওয়াহা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এবং অধ্যয়ন করার সুযোগ পেয়েছে ।
আরও পড়ুন

সর্বশেষ