শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেড ক্রিসেন্ট চট্টগ্রামের বালিকা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পন্ন

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বালিকা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পন্ন

৮ ফেব্রুয়ারি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট আয়োজনে ইতালিয়ান রেড ক্রসের সহযোগীতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের পরিচালিত বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কার্যালয়ে সম্পন্ন হয়। প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান আবদুর জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান, আনোয়ার আজম। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মিজানুর রশিদ রাকিব। তিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের আওতাধীন আলকরণ সুলতান আহম্মদ দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৫ জন মেয়ে স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। ৩ দিন ব্যাপী সম্পন্ন হওয়া প্রশিক্ষণ কর্মশালায় ১ম স্থান অধিকার করে কুলসুম আক্তার নিতু(আলকরণ সুলতান আহম্মদ দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়) ২য় স্থান অধিকার করে মিতু দাশ (জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়) ৩য় স্থান অধিকার করে সেজুতি সেন গুপ্তা(জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়)। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করে মিজানুর রশিদ রাকিব, অর্পিতা দাশ, আজমিরা খানম, জান্নাতুল নাঈম বৃষ্টি, নাহিয়ান ফাইরোজ মিম। উল্লেখ্য যে, ভলান্টিয়ার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় ৩ টি ব্যাচ সম্পন্ন হয় এবং কলেজ ইউনিটের মেয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে ৪র্থ ব্যাচ আগামী ১১ ফেব্রুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ