এবার সারা বিশ্বের তোলপাড় করা ক্রিকেটের ম্যাচ ফ্রিক্সিং নিয়ে মুখ খুললেন ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। বিশেষ করে সদ্য সমাপ্ত আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে। এনিয়ে ভারতের বর্তমান কোনো ক্রিকেটারই এতদিন কথা বলেননি। শুক্রবার দেশের ক্রিকেটের অবস্থা নিয়ে হতাশা ও দুঃখ প্রকাশ করলেন ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটে গত দুই সপ্তাহের অবস্থা অত্যন্ত জঘন্য ও হতাশাজনক। কোনো অনৈতিক কারণে ক্রিকেট নিয়ে সংবাদ হলে আমি সবসময় মর্মাহত হই। বিষণœতা শচীনের কণ্ঠে। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট কলঙ্কিত হচ্ছে এমনটা বলছেন অনেকে। তবে শচীনের মন্তব্যে এই খেলা থেকে প্রতারিত হচ্ছেন এই উপলব্ধি থেকে সরে আসতে পারেন ভক্তরা, ক্রিকেটার হিসেবে আমরা সবসময় শিখি মাঠে নেমে কঠিন লড়াই করতে হবে। নিজের সেরাটা দিতে হবে এবং সত্যিকারের স্পিরিট নিয়ে খেলতে হবে। ভক্তদের আস্থার প্রতিদান দেওয়ার কথাও বললেন শচীন,লাখ লাখ ভক্তদের আস্থার ন্যায্যতা দিতে হবে। তাদের কাছে নিশ্চয়তা দিতে হবে ভারতীয় ক্রিকেট শুধুই গর্বের এবং আনন্দের।