শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মহসিনুল কবিরসহ চার জনকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে জানা যায়নি। শুক্রবার সকালে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবিরের কেন্দ্রীয় আইটি সম্পাদক সিরাজুল ইসলাম। আটকদের মধ্যে আতিক-মহসিন ছাড়া আরও রয়েছেন- শিবির নেতা ফাহিম ও ইয়াছিন। তবে এর আগে ছয় জন আটকের খবর পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি শিবিরের দফতর সম্পাদক আতিকুর রহমান ও সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ তিন নেতাকে ধানমণ্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সম্প্রতি আতিকুর রহমান জামিনে বের হয়ে আসেন। জানা গেছে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন এবং গত সপ্তাহে শিবিরের মুখপাত্র সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত গ্রেফতার হওয়ার পর সংগঠনটির হাল ধরেন সদ্য জামিনপ্রাপ্ত আতিকুর রহমান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ রকম তথ্য আসার পরই তারা তাকে আটক করে।