বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে : আবদুল্লাহ...

আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে : আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে চট্টগ্রামবাসী চট্টগ্রামের সবকটি আসন বিএনপিকে উপহার দিবেন।’

চট্টগ্রামকে আন্দোলন সংগ্রামের সূতিকাগার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকেই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের মাটি বিএনপির শক্ত ঘাঁটি। কোরবানী ঈদের পরে চট্টগ্রাম থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চুড়ান্ত আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন।
আজ শুক্রবার বিকেলে নগরীর পাঁচলাইশ শায়লা স্কয়ার কমিউনিটি সেন্টারে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা ‘জিয়া পরিবার ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল নোমান বলেন, জিয়া পরিবার হচ্ছে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে পারবে না।
ড্যাব চট্টগ্রাম শাখার সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক ভিসি ড. ইনামুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা. আশরাফুল কবির ভূইয়া, সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন

সর্বশেষ