মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্পর্কে নিজেই পরিষ্কার নন : তথ্যমন্ত্রী

খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্পর্কে নিজেই পরিষ্কার নন : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেগম খালেদা জিয়াকে সংসদে যোগদানের পরামর্শ দিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও কাজের ফিরিস্তি  নিয়ে সংলাপ হতে পারে। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্পর্কে নিজেই পরিষ্কার নন। তার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হলে বিচার বিভাগকে বাদ দিয়েই করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে হবে, কিভাবে হবে তা খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী একা ঠিক করতে পারবেন না। সুতরাং একতরফা আইন প্রণয়ন করে দেশকে সঙ্কটের দিকে ঠেলে দিতে পারি না।
শুক্রবার দুপুরে গাজীপুরের ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি (আইইউটি)তে এবি ব্যাংক আইইউটি ৫ম জাতীয় আইসিটি ফেস্ট ২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ সরকারের মেয়াদ শেষে সংবিধান অনুসারে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এক্ষেত্রে প্রেসিডেন্ট ঠিক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিধি, ক্ষমতা নিয়ে সরকার ও বিরোধীদলের সংলাপ প্রয়োজন।
তথ্যমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২২তম অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। তাই বিশ্বের তথ্য প্রযুক্তির মহাসড়কে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশের আইসিটি খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তিনি।
আইইউটির ভিসি ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. এম এ মোত্তালিব।
আইইউটি কম্পিউটার সোসাইটি আয়োজিত আইসিটি ফেস্টে পোগ্রামিং, আইসিটি অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসহ ৮টি ভিন্ন ভিন্ন পর্যায়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫শ’ শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ