শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননাশকতার আশংকায় পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ

নাশকতার আশংকায় পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ

নাহিদ উল আলম, চবি প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

নাশকতার আশংকায় পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের পর বুধবার চট্টগ্রামে হরতাল আহবান করে বিএনপি।

এ ঘোষণার পর হরতালের দিন বুধবার বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কয়েকটি রুটে তেলবাহি ওয়াগন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন  বলেন, হরতালে শিক্ষার্থী কম হয়। তাছাড়া আমাদের ইঞ্জিন সংকটও রয়েছে। তাই বুধবার বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া সিলেট ও নগরীর আভ্যন্তরীণ রুটগুলোতে তেলবাহি ওয়াগন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

একদিকে হরতালে গণপরিবহনের সংখ্যা কম অন্যদিকে পূর্ব ঘোষণা ছাড়ায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। অনেকে স্টেশনের গিয়ে ফেরত এসেছে। যেসব বিভাগে পরীক্ষা রয়েছে সেসব বিভাগের শিক্ষার্থীরা পড়েছে চরম দূর্ভোগে।

বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. খান তৌহিদ ওসমান  বলেন, রেল কর্তৃপক্ষ বুধবার সকালে জানালো নাশকতার আশংকায় তারা ট্রেন চালাবে না। ফলে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

যেসব বিভাগে পরীক্ষা রয়েছে সেসব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নয়তো পরীক্ষা স্থগিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য চট্টগ্রাম ষোলশহর স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে সাত জোড়া ট্রেন চলাচল করে। সম্প্রতি হরতালে বিভিন্ন জায়গায় ট্রেনে নাশকতা চালিয়েছে হরতাল সমর্থকরা।

আরও পড়ুন

সর্বশেষ