শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......টেলিগ্রাফের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশী লুৎফর

টেলিগ্রাফের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশী লুৎফর

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

একজন বাংলাদেশি বৃটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ডেইলি টেলিগ্রাফের বছরের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নেবেন। তাও আবার টানা তিনবার। বিশ্বের দরবারে এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। আর এই অর্জনটা বাংলাদেশি বংশোদ্ভুত টাওয়ার হ্যামলেটস-এর নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সাফল্যে একজন বাংলাদেশি হিসেবে গর্বিত তিনি নিজেও।

তিনি বলেন, ‘এই প্রাপ্তি সব বাংলাদেশীর। এই সাফল্য শুধু আমার না, পুরো টাওয়ার হ্যামলেটবাসীর। আমি বাংলাদেশী হিসেবে গর্ববোধ করছি। ২০১০ সালে স্বতন্ত্র পার্টি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন লুৎফুর রহমান। প্রথম বাংলাদেশী ও মুসলিম মেয়র হওয়ায় তাকে ঘিরে সবার আগ্রহেরও কমতি ছিল না। তার এই সাফল্যে বৃটিশ পার্লামেন্ট থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সব জায়গায়ই ছিল আলোচনা-সমালোচনা। ফের এই বাংলাদেশি আলোচনায় আসেন পরপর তিনবার বৃটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ডেইলি টেলিগ্রাফের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়ে।
আরও পড়ুন

সর্বশেষ