শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবরখাস্ত হয়েও স্বপদে বহাল আছে রাজস্ব কর্মকর্তা!

বরখাস্ত হয়েও স্বপদে বহাল আছে রাজস্ব কর্মকর্তা!

রাজশাহী কাস্টমসের রাজস্ব কর্মকর্তার বাসায় ঘুষের টাকা ভাগাভাগির সময় সাতজনকে আটকের ঘটনায় আইয়ুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে গিয়ে আইয়ুব আলীকে কর্মরত দেখা গেছে।

অভিযোগ রয়েছে, কাস্টমস কমিশনার মজিবুর রহমানের প্রশ্রয়ে আইয়ুব আলী বরখাস্ত হবার পর এখনো দায়িত্ব পালন করছেন। আর আইয়ুব আলীর মাধ্যমেই রাজস্ব ফাঁকির টাকার ভাগ নিতেন কাস্টমস কমিশনার মজিবুর রহমান।

গত ২৪শে জুলাই গভীর রাতে আইয়ুব আলীর বাসা থেকে ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ডলার ও একটি পিস্তলসহ গোয়েন্দা পুলিশ ৭ জনকে আটক করে। পরে ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ১৯শে আগস্ট আইয়ুব আলীর বরখাস্তের আদেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

আরও পড়ুন

সর্বশেষ