মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়কল্যাণকামী সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

কল্যাণকামী সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জন্মাষ্টমী উৎসবকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা ও আনন্দ উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আবেদনকে একটি কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। এমনটিই মনে করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সকালে বঙ্গভবনে জন্মাষ্টমী উপলক্ষ্যে দেয়া শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্মিলীত প্রচেষ্টায় এ ঐতিহ্য অব্যাহত রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি আমি আহ্বান জানাই।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ দেশে সব ধর্মের অনুসারীরা পারস্পারিক সম্প্রীতি ও সৌহার্দ বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। এই সৌহার্দ বজায় রাখতে সবার প্রতি আহবান জানান তিনি।

এ সময়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমৃদ্ধ ও অহিংস সমাজ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এর আগে, বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাত করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

সর্বশেষ