রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়আদালতে বিচারাধীন মামলার জট বাড়ছে : আইনমন্ত্রী

আদালতে বিচারাধীন মামলার জট বাড়ছে : আইনমন্ত্রী

মামলার জট কমাতে আগামী সেপ্টেম্বরের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত আদালতে বিচারাধীন মামলার জটবদ্ধতা বাড়ছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল জাস্টিস অডিট বাংলাদেশ এর ফলাফল উপস্থাপন ও আলোচনা শীর্ষক অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, এই আইনটি (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন) সংশোধনের প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরের ৮ তারিখ সংসদ ডাকা হয়েছে। এই সংসদ যদিও স্বল্প সময়ের জন্য চলবে, তবুও এই সংসদে পাস করার চেষ্টা করব। অথবা অর্ডিন্যান্স হিসেবে পাস করে এটা চালু করে দেব যাতে এই প্রতিবন্ধকতা অতিসত্ত্বর দূর হয়।

আনিসুল হক বলেন, বিভিন্ন কারণে মামলার যে জট সৃষ্টি হচ্ছে তা অস্বাভাবিক এবং আশঙ্কাজনক।’ মামলার জট কমিয়ে আনতে এ সময় বিচারকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। জাস্টিস অডিট মতে, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আদালতগুলোতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে ১৮ শতাংশ তবে, এই তিন বছরে আদালতে মামলা জট বেড়েছে ২৯ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ