বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২০ দেশের নতুন শিক্ষার্থীদের স্বাপ্নিক পদচারণায় মুখরিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান ক্যাম্পাস

২০ দেশের নতুন শিক্ষার্থীদের স্বাপ্নিক পদচারণায় মুখরিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান ক্যাম্পাস

AUW orientation (1)২০ দেশের ২২০ জনের অধিক  নতুন শিক্ষার্থীর স্বাপ্নিক পদচারণায় মুখরিত আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ)  ক্যাম্পাস । তারা যুক্ত হয়েছে ইতিপূর্বের ১৮ টি দেশের ৮০০ জনের অধিক শিক্ষার্থীদের সাথে । আর যুক্ত হওয়া এই শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০০ জনের অধিক সিট নিশ্চিত করেছে বাংলাদেশী শিক্ষার্থীরা । আর নতুন ভাবে যুক্ত হয়েছে দুইটি দেশ তথা লাওস ও পূর্ব তিমুর  হতে আগত শিক্ষার্থীরা ।এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ২২ আগষ্ট,২০১৯ ইউনিভার্সিটির শরৎকালীন সেশনের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ) এর রেজিষ্ট্রার ড.ডেভ ডোল্যান্ড ওরিয়েন্টেশানে সবাইকে স্বাগত জানান । বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রধান গণ এবং ডিন অব স্টুডেন্টস ইউনিভার্সিটির শিক্ষক,শিক্ষার্থী ও স্টাফদের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের সবার সামনে তোলে ধরেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাসিলিটিজ ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন । এবং ভবিষ্যৎ স্বপ্ন পূরণের সারথী হওয়ার জন্য সবাইকে স্বাগত জানান। যার মাধ্যমে  এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ) তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা নিজেদেরকে তাদের প্রত্যাশা অনুযায়ী তৈরি করবে ।

আরও পড়ুন

সর্বশেষ