শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবঙ্গবন্ধু বাংলাদেশ অবিচ্ছেদ্য সত্ত্বা : এম.এ সালাম

বঙ্গবন্ধু বাংলাদেশ অবিচ্ছেদ্য সত্ত্বা : এম.এ সালাম

Salam Jila porishadচট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম বলেছেন, ৭৫’ এর ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি, আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রকারী এবং কিছু বিপদগামী আর্মি অফিসার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পূর্ব বাংলার জনগণ একত্রিত হয়ে বাংলাদেশ নামে একটি নতুন সার্বভৌম রাস্ট্র সৃষ্টি হয়েছে। তিনি বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্ত্বা। স্বাধীনতার ৪৮ বছর পরে তারাই কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে প্রভুত অগ্রগতি সাধিত হয়েছে। রূপকল্প ২০৪১ অর্জনের পথে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য সবাইকে কাজ করতে হবে। আজ ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব, দেবব্রত দাশ, সদস্য মো: শওকত আলম, আ.ম.ম দিলসাদ, মোহাম্মদ ইউনুস, এডভোকেট উম্মে হাবীবা, জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভার পূর্বে ১৫ আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ