শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউকম্পিউটার গেমসে মানবাধিকার নিশ্চিত করতে চায় রেডক্রস

কম্পিউটার গেমসে মানবাধিকার নিশ্চিত করতে চায় রেডক্রস

যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাতপূর্ণ গেমগুলোর গল্পে আন্তর্জাতিক নিয়ম কিংবা জেনেভা কনভেনশন অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে রেডক্রস। আন্তর্জাতিক মানবসেবা সংস্থাটির মতে, অনেক কম্পিউটার গেমসে বিনাবিচারে মানুষ হত্যা করার বিনিময়ে গেমাররা পুরস্কার হিসেবে পয়েন্ট পাচ্ছে। এ ধরনের উদ্যোগ সহিংসতায় উত্সাহ দিচ্ছে গেমারদের। খবর বিবিসির।
রেডক্রসের মতে, অধিকাংশ ভিডিও গেমেই আন্তর্জাতিক নিয়ম-কানুনের কোনও বালাই নেই। তাই গেমাররা অনেক ক্ষেত্রে ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে যুদ্ধাপরাধ করলেও এর বিনিময়ে উল্টো পুরস্কার পাচ্ছে। সংস্থাটির অভিমত, এসব ভার্চুয়াল গেমস এখন বাস্তবের অনেকটাই কাছাকাছি এসেছে। এ কারণেই সত্যিকারের যুদ্ধের নিয়ম এসব গেমসে থাকা উচিত। মেডেল অব অনার কিংবা কল অব ডিউটির মতো গেমসে যুদ্ধাপরাধের মতো কাজ পয়েন্ট বাড়ায়, এ প্রবণতায় পরিবর্তন আনা দ্রুতই দরকার বলে মনে করে রেডক্রস।

আরও পড়ুন

সর্বশেষ