সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়হজ্জযাত্রীদের পরিবহন সুবিধার্থে বিমান বাংলাদেশকে ২টি বাস স্পন্সর করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী...

হজ্জযাত্রীদের পরিবহন সুবিধার্থে বিমান বাংলাদেশকে ২টি বাস স্পন্সর করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

আসন্ন ২০১৯ হজ্জ মৌসুমে ৪ঠা জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত আশকোনা হজ ক্যাম্প থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সম্মানিত হজ্জযাত্রীদের পরিবহন সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ২টি বাস স্পন্সর করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:। ৩ জুলাই ২০১৯ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ এর ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলের হাতে উক্ত বাসের স্মারক চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, পাবলিক এ্যাফেয়াস্ এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের বিভাগীয় প্রধান ও এসভিপি জনাব শাহাজাদা বসুনিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ এর প্লানিং ও মার্কেটিং এন্ড সেলস এর পরিচালক এয়ার কমোডর মোঃ মাহবুব জাহান খান, বিপিপি, পিএসসি (অব:), পাবলিক রিলেশনস এর মহাব্যবস্থাপক জনাব শাকিল মেরাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ