রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়পঁচা শুটকি, গরুর পঁচা চামড়া ও ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে পশুখাদ্য,...

পঁচা শুটকি, গরুর পঁচা চামড়া ও ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে পশুখাদ্য, অর্থদণ্ড দিয়েছে র‍্যাবের আদালত

গরুর পঁচা চামড়া, কাপড়ের রং ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দিয়ে পোল্ট্রিফিড তৈরির অভিযোগে- তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানের তৈরি পোল্ট্রিফিড, ফিসফিড দেশের নামী-দামী ২৮টি ব্র্যান্ডের মোড়কে বিক্রিও করা হচ্ছিল।
যাত্রাবাড়ির মাতুয়াইলের ফিমা ইন্টারন্যাশনাল মুরগি, মাছ গরুর খাবার তৈরির কারখানা।

কারখানা নয় যেন মাছির রাজ্য। পাশেই বস্তায় বস্তায় স্তুপ করে রাখা পঁচা শুটকি, গরুর পঁচা চামড়া ও ট্যানারির বর্জ্য। সারি সারি ড্রামে সবই টেক্সটাইলের রাসায়নিক। এসব দিয়েই তৈরি হয় পোল্ট্রি ফিড, ফিস ফিড ও ডেইরি ফিড।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, প্রাণিদেহের জন্য ক্ষতিকর এসব পণ্য সরবরাহ করা হয় দেশের নামীদামি ২৮টি প্রতিষ্ঠানে। ব্র্যান্ড নামে মোড়কজাত হয়ে যা পৌঁছে যায় ভোক্তা পর্যায়ে।

অভিযান শেষে র‍্যাবের ভ্রাম্যামাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩২ লাখ টাকা জরিমানা ও ৬ জনকে দু বছর করে কারদণ্ড দেয়।

জেলা পশুসম্পদ অফিসার ডা. এমদাদুল হক জানান মাছ, মুরগির মাধ্যমে মানুষের শরীরে ক্ষতিকর এসব রাসায়নিক প্রবেশের ফলে ক্যান্সার, টিউমারসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়।

র‍্যাব বলছে যেসব প্রতিষ্ঠান বিষাক্ত এসব পণ্য কিনছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ