বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদটপঈদুল ফিতরের আগেই খালেদার মুক্তি চায় শত নাগরিক

ঈদুল ফিতরের আগেই খালেদার মুক্তি চায় শত নাগরিক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে আসন্ন ঈদুল ফিতরের আগেই তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে শত নাগরিক নামে একটি সংগঠন। ৩০ মে এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছেন। অসুস্থ অবস্থায়ই এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক উদ্দশ্যেপ্রণোদিত মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে।

তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, খালেদা জিয়া ন্যূনতম মৌলিক অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তার প্রতি প্রদর্শিত এ হৃদয়হীন আচরণ সর্ম্পূণ অযৌক্তিক, অগ্রহণযোগ্য। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার যদি মুক্তিযুদ্ধের মূল চেতনা হয়ে থাকে, তাহলে বলতেই হয়, সেই মহান লক্ষ্য থেকে তাকে সর্ম্পূণ বঞ্চিত করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি, কল্যাণ, মঙ্গল ও শ্রেয়বোধ আমাদের অন্তর আত্মাকে জাগিয়ে দেবে। সত্য ও সুন্দরের পথে সরকার এগিয়ে আসবে। তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মগুলোর মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হবে। সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন: প্রফেসর এমাজউদ্দীন আহমদ (আহ্বায়ক), বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, মো. আসাফউদ্দৌলা, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার (সদস্য সচিব), ড. খন্দকার মুশতাহিদুর রহমান, ড. রেজোয়ান সিদ্দিকী,  ড. সদরুল আমিন, প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী, ড. তাজমেরী এস এ ইসলাম, ড. মোসলেহ উদ্দীন তারেক, গাজী মাযহারুল আনোয়ার, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার, এম আব্দুল্লাহ, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, কাদের গণি চৌধুরী, ড. রাশিদুল হাসান, ইঞ্জিনিয়ার আ ন হ আখতার হোসেন, প্রফেসর ড. সুকোমল বডুয়া, কামাল উদ্দিন সবুজ, ড. আমিনুর রহমান মজুমদার, ড. জেড এম তাহমিদা বেগম, ড. আখতার হোসেন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. মোহাম্মদ বোরহান উদ্দিন (মালয়েশিয়া), ড. কে এম এ মালিক (যুক্তরাজ্য), ড. মোবাশ্বের মোনেম, ড. চৌধুরী মাহমুদ হাসান, ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী, প্রফেসর ড. আজহার আলী, মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ড. খলিলুর রহমান, ড. সাহিদা রফিক, ড. মো. হায়দার আলী, প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর কে এম শাহাদাত হোসেন মণ্ডল, প্রফেসর ড. হাসান মোহাম্মদ, প্রকৌশলী কাজী এম সুফিয়ান, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, প্রফেসর ড. মোশাররফ হোসেন মিঞা, অ্যাডভোকেট নুরুল ইসলাম (চট্টগ্রাম), প্রফেসর ড. মোখলেছুর রহমান, ড. বোরহান উদ্দিন খান, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. লায়লা নুর ইসলাম, ড. ইয়ারুল কবির, ড. মামুন আহমেদ, ড. আবদুল লতিফ মাসুম, ড. ওবায়দুল ইসলাম, ড. সামসুল আলম, ড. জাহিদুল ইসলাম, ড. কামাল আহমদ চৌধুরী, ড. মফিদুল ইসলাম, আল মুজাহিদী, জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কবি হাসান হাফিজ, কবি আবু সালেহ, আ. রহমান খান, আনোয়ারুল কবির বুলু, শরফুজ্জামান জাহাঙ্গীর, ড. মফিদুল ইসলাম, রেদোয়ান হোসেন, বাছির জামাল, ড. লুৎফর হমান, ড. মোরশেদ হাসান খান, কৃষিবিদ হাসান জাফির তুহিন, প্রফেসর মো. শহিদুর রহমান, প্রফেসর এনামুল হক, প্রকৌশলী হারুন-অর রশিদ, প্রকৌশলী মমতাজ আহমেদ, প্রকৌশলী আল আমিন, প্রকৌশলী নজরুল ইসলাম, কৃষিবিদ একরামুল হক, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, রাশেদুল হাসান হারুন, চৌধুরী আবদল্লাহ আল ফারুক, অধ্যাপক শাহনাজ সরকার রানু, মোহাম্মদ মাফরুহি সাত্তার, প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন, প্রফেসর আ ক ম আবদুল কাদের, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, শামসুল হক হায়দরী, জাহিদুল করিম কচি, ইসকান্দার আলী চৌধুরী, ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. আশরাফুল কবীর ভূঁইয়া, ডা. মো. জসিম উদ্দিন, রফিক হাসান, ডা. তমিজ উদ্দিন আহমেদ, রাশেদুল হক, হামিদুল হক মানিক, জাহাঙ্গীর আলম মিন্টু, মনির খান, রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর ফিরোজ, অ্যাডভোকেট আবেদ রাজা, আতিকুর রহমান সালু (যুক্তরাষ্ট্র), জয়নাল আবেদিন (যুক্তরাষ্ট্র), মঞ্জুর আহমেদ (যুক্তরাষ্ট্র), আবদুল্লাহিল বাকী (ফ্রান্স), তমিজ উদ্দিন (ইতালি) প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ