শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপপানামায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পানামায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

লাতিন আমেরিকার দেশ পানামায় ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার কোস্টারিকার সীমান্তের কাছে এবং সান্তা ক্রুজ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দেশের পশ্চিমাঞ্চলে এটি আঘাত হানে। ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান এবং বেশ কিছু ঘরবাড়ির সামান্য ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, শক্তিশালী ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩৭ কিলোমিটার ভূগর্ভে। খবর বিবিসির।

এক টুইটবার্তায় প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভেরেলা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ঘরবাড়ি দোকানের সামান্য ক্ষতি হয়েছে। এ ছাড়া সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, পুয়ের্তো আর্মুয়েলসে একটি বাড়ির ছাদ ধসেপড়ার ঘটনায় এক নারী আহত হয়েছেন। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ