শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপকক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত মাছের হ্যাচারির পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে বুধবার সকালে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ  কাছে দাবি করেছেন। নিহত ব্যক্তির নাম দিল মোহাম্মদ, তিনি দিলু নামেই পরিচিত। তিনি টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের বাসিন্দা।

ওসি প্রদীপ কুমার দাশ দাবি করেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামি ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী দিল মোহাম্মদকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত মাছের হ্যাচারির পেছনের জঙ্গলে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ।

এ সময় দিলুর সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে উপপরিদর্শক (এসআই) বাবুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) সজীব দত্ত ও কনস্টেবল ইব্রাহিম আহত হন। তাৎক্ষণিক পুলিশ নিজের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

ওসি আরো দাবি করেন, উভয় পক্ষের গোলাগুলিতে দিলু গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তী সময়ে ঘটনাস্থল তল্লাশি করে ছয়টি এলজি বন্দুক, ১৩টি কার্তুজ ও সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ