বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউএসটিসি

সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউএসটিসি

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ক্লাস কার্যক্রম  বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ইউএসটিসি) কর্তৃপক্ষ। তবে পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম চলবে।

বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(একাডেমিক) অধ্যাপক ডা. এএইচএম ইছহাক চৌধুরী।

তিনি  বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষা সহ অন্যান্য সব কার্যক্রম চলবে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(ইউএসটিসি) বিবিএ শিক্ষার্থী ও বঙ্গুবন্ধ মেমোরিয়াল হাসপাতালের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিথুন নামে বিবিএ ৩য় সেমিস্টারের এক শিক্ষার্থী আহত হয়।

সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এনিয়ে ক্যাম্পাসে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

উপ-উপাচার্য বলেন, ক্যাম্পাসে বিপুল পরিমান নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। এরপরও নিরাপত্তা বিঘ্নিতের আশঙ্কায় ক্লাস কার্যক্রম ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, পুর্ব শত্রুতার জের ধরে বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাণিজ্য অনুষদের শিক্ষার্থী মিথুনকে ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের এমবিবিএসের শিক্ষার্থী রাফিদ, যীশু, বাহারসহ কয়েকজন বহিরাগত।

এখবর বিবিএ অনুষদে ছড়িয়ে পড়লে বিবিএ’র শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ