শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম মেলায় বিমানের টিকেট-এ ১৫% ছাড়

বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম মেলায় বিমানের টিকেট-এ ১৫% ছাড়

 আগামী ১৮-২০ এপ্রিল ২০১৯ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় অভ্যন্তরীণ সকল রুটসহ আর্ন্তজাতিক ০৫ টি রুটে বিমান টিকেটের উপর ১৫% ছাড় দিবে। টোয়াব আয়োজিত ০৩ দিনের এই মেলা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। দেশের সর্ববৃহৎ এই আর্ন্তজাতিক পর্যটন মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টাইটেল স্পন্সর।
মেলায় দর্শনার্থীরা ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে  টিকেট ১৬,৫৮২/-, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে  টিকেট ২৫,৫৪৪/-, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে টিকেট ১৮,৩৩৭/-, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে টিকেট ২৬,৪০৪/- এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৪,৮৪৬/- টাকায় টিকেট ক্রয় করতে পারবেন (প্রদেয় সকল করসহ)। অভ্যন্তরীণ রুটে ওয়ানওয়ে ঢাকা-বরিশাল ২,৩৭৪/-, ঢাকা-চট্টগ্রাম ২,২০৪/-, ঢাকা-কক্সবাজার ৩,২২৪/-, ঢাকা-যশোর ২,৩৭৪/-, ঢাকা-রাজশাহী ২,৩৭৪/- ঢাকা-সৈয়দপুর ২,৩৭৪/- এবং ঢাকা-সিলেট ২,২০৪/- টাকায় টিকেট  ক্রয় করতে পারবেন (প্রদেয় সকল করসহ)। মেলা চলাকালীন বিমান স্টল হতে আর্ন্তজাতিক অন্যান্য রুটে ৭% ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট ক্রয় করা যাবে। টিকেট ক্রয়ের দিন হতে অব্যশই ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে ভ্রমন করতে হবে। মেলা প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ০৯ টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন

সর্বশেষ