শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়আজও শ্রমিক বিক্ষোভ; শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

আজও শ্রমিক বিক্ষোভ; শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বুধবার পঞ্চম দিনের মতো গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। এ অবস্থায় এসব এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন।

সকালে এখানকার কারখানাগুলো চালু করা হয়। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার কারখানাগুলোতে সকাল সোয়া আটটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পর চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল, মাহমুদ জিনসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এ ছাড়া কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় মাকস সোয়েটার কারখানা, মিম নুন নিট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে উপজেলার সফিপুর বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর বৃষ্টি শুরু হলে তাঁরা মহাসড়ক ছেড়ে চলে যান। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন।

সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ