রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়দুই বিচারপতির প্রতি মাওলানা সাঈদীর অনাস্থা

দুই বিচারপতির প্রতি মাওলানা সাঈদীর অনাস্থা

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

আপিল আবেদনের শুনানির জন্য গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেঞ্চের দুই বিচারপতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে বিচারকার্য থেকে তাদের প্রত্যাহারের আবেদন করেছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

মঙ্গলবার এ আবেদন করা হয়েছে বলে জানান দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী শিশির মো: মুনীর।

সাঈদী যে দুই বিচারপতি বিরুদ্ধে অনাস্থা জানান, তারা হলেন- বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

আবেদনে বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে আপিল বিভাগে নিয়ে আসার প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়।

অপরদিকে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাকে প্রত্যাহারের আবেদনে বলা হয়, ২০১০ ও ২০১১ সালে লন্ডনে আওয়ামী লীগ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য রেখেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাও একই আবেদন করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট ওই আবেদনটি খারিজ করে দেয়।

আরও পড়ুন

সর্বশেষ