শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েমাননীয় স্বাস্থ্য মন্ত্রীর অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন

মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন

ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত এফআর টাওয়ারে আজ যে অগ্নিকান্ড এর সূচনা হয়, এই দুর্ঘটনায় সম্ভাব্য আহতদের জরুরি চিকিৎসা সেবা দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রানলয় নিবিড় ভাবে কাজ করে চলেছে। মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ মহোদয় অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপস্থিত থেকে আহতদের চিকিৎসার বিষয়ে সরাসরি তদারকি করেছেন। তাঁদের নির্দেশে আহতদের চিকিৎসার জন্য সকল সরকারী ও বেসরকারী হাসপাতাল এবং ক্লিনিকগুলোকে সম্ভাব্য হতাহতদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।প্রয়োজনীয় সংখ্যক এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত ২৫ জন আহত রোগীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজে ১ জন রোগিকে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে, এর মধ্যে ৩ জন আহত রোগি ইউনাইটেড হাসপাতালে এবং ১ জন আহত রোগীক কুর্মিটোলা হাসপাতালে মৃত্যু বরন করেন। আর একজন আহত ঢাকা মেডিকেল যাওয়ার পথে মৃত্যু বরন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম এই ঘটনা মনিটরিং এবং সমন্বয় করছে এবং এই কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালূ থাকবে সম্ভাব্য আহতদের চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ