শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদআরো খবর......রাজধানীর বনানীর এফআর টাওয়ারে সংঘটিত অগ্নিকান্ডে উদ্ধার কাজে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে সংঘটিত অগ্নিকান্ডে উদ্ধার কাজে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা

BDRCS PIC- Fire Banani -01রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের উদ্ধার ও অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। তারা অগ্নিকান্ডে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও দ্রুত হাসপাতালে স্থানান্তরে কাজ করে। এছাড়াও উদ্ধারকাজে যাতে কোন ধরনের বাঁধা সৃষ্টি না হয় এজন্য স্বেচ্ছাসেবকরা  উৎসুক জনতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিরাপদ দুরত্বে সরিয়ে রাখছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের দায়িত্বরত সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ও ঢাকা সিটি ইউনিটের ৪০ জন স্বেচ্ছাসেবক উদ্ধার ও আহতদের হাসপাতালে স্থানান্তরসহ অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করে। তিনি জানান, অগ্নিকান্ডের পরপরই রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি আহতদের উদ্ধারসহ জরুরী ভিত্তিতে হাসপাতালে পাঠানোর সবধরনের উদ্যোগ গ্রহণ করে।

আরও পড়ুন

সর্বশেষ