মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচবির নতুন উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন

চবির নতুন উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নতুন উপ-উপাচার্য হয়েছেন। বৃহস্পতিবার তিনি এই পদে যোগদান করেন। চবি আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা মোতাবেক রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চবির সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (তথ্য) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  দায়িত্ব গ্রহণের পর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন,‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করব।‘ এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ড. ইফতেখার এর আগে সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয় শিক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক সমিতি ফেডারেশনের মহাসচিব, বিশ্ববিদ্যালয় কাব (শহর)-এর সভাপতিসহ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন ডিন অব ফ্যাকাল্টিজ হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ড. ইফতেখার ১৯৭০ সালে প্রথম শ্রেণীতে এসএসসি, ১৯৭২ সালে প্রথম শ্রেণীতে এইচএসসি, ১৯৮১ সালে চবি সমাজতত্ত্ব বিভাগ থেকে এম.এ. প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে জাপান সরকারের অধীনে সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

আরও পড়ুন

সর্বশেষ