বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকলেজিয়েট স্কুলে সিওসি’৮৬ এর বিশুদ্ধ পানির প্রকল্প উদ্বোধন

কলেজিয়েট স্কুলে সিওসি’৮৬ এর বিশুদ্ধ পানির প্রকল্প উদ্বোধন

CoC-86২৮ জানুয়ারি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ক্লাব অব চিটাগাং কলেজিয়েটস’৮৬ ব্যাচের উদ্যোগে নির্মিত বিশুদ্ধ খাবার পানির প্রকল্পের উদ্বোধন করেন কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক বিমল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে সিওসি’৮৬ এর আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজ, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও সিওসির সদস্যরা উপস্থিত ছিলেন। ১৮২ বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন ১৯৮৬ ব্যাচের ছাত্রদের সংগঠন ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস ’৮৬ তাদের সামাজিক উন্নয়ন মূলক ও সেবা কার্যক্রমের অংশ হিসেবে তাদের ভূমিকা অব্যাহত রেখেছে। একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিমাসে ধারাবাহিকভাবে মাসিক সভা পরিচালনা করে আসছে। চট্টগ্রামে স্কুলের ছাত্রদের জন্য কোন বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা না থাকার বিষয়টি তাদের নজরে আসার পর এ বিষয়ে সকলের পরামর্শে কয়েজিয়েট স্কুলে একটি রিভার্স অপ্সমোসিস প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়ে এবং সকল সদস্যের সহযোগিতা ও অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ১৯৮৬ ব্যাচের এটা তৃতীয় উদ্যোগ। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য দেন, আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দেবব্রত দাশ, সহকারী প্রধান মো. সিরাজুল ইসলাম, আ ন ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দিন, সৈয়দ মোহাম্মদ হাসান আল মাইজভাণ্ডারী, সড়ক ও জনপথ বিভাগের সুপারিন্টেডেন্ট ইঞ্জিনিয়ার আবু হেনা মো. তারেক ইকবাল, আইটি ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, ডা. অসীম চৌধুরী, ডা. গৌতম চৌধুরী, অধ্যাপক শাহ্‌্‌জাহান কবির ভ্থইয়া, শাহ্‌্‌ মো. আনোয়ারুল হাসান চৌধুরী, শেখ মো. মাহাবুবুর রহমান শিল্পী, মোস্তাফিজুর মামুন, সোহেল জাহান, আশফাকুর রহমান বিপ্লব, মোহাম্মদ আজম, সহিদ নঈম মাইনুল ইসলাম লেলিন, কিংশুক দাশ চৌধুরী, বাহাউদ্দিন জুয়েল। মোস্তাফিজুর রহমান মামুন, আহমদ হোসাইন, শাহ মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আলম, ডা. আলীম। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ