সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদটপহাওরের বেড়িবাঁধ কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না...

হাওরের বেড়িবাঁধ কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না : পরিকল্পনামন্ত্রী

বেড়িবাঁধ কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বেড়িবাঁধের কাজে যে কোনো ধরণের অনিয়ম প্রমাণিত হলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে। ১২ জানুয়ারি সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার নির্বাচনী এলাকা জেলার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের নারিকেলতলা এলাকায় বাঁধ নির্মাণের একটি প্রকল্পের উদ্বোধন করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নে সর্বত্র অগ্রাধিকার দিয়ে কাজ করছে। হাওরের সব প্রকার সম্পদ সুরক্ষায় কাজ করে যাচ্ছি। হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক বা যে কোনো দলেরই হোক। বাঁধের কাজ নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার না করার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. বরকতুল্লাহ খান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পিআইসির’র সভাপতি আবুল কালাম প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলায় এবার ৩৭টি হাওরে ৫৫৩টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের কাজ হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৪৭ লাখ টাকা। এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ৩৭ কোটি টাকা। হাওরে বাঁধ নির্মাণের কাজ চলছে। নীতিমালা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব হাওরে বাঁধের কাজ শেষ করতে হবে। জানা যায়, সুনামগঞ্জ জেলায় এবার ২ লাখ ১৭ হাজার ৬১৭ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাওরে বোরো আবাদ এখন শেষ পর্যায়ে আছে । হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) আওতায় এ বাঁধ নির্মাণকাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ