রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসংশপ্তক ও অগ্রযাত্রার আয়োজনে নারী বান্ধব কর্মক্ষেত্র বাস্তবায়ন বিষয়ক ক্যাম্পেইন রোড শো...

সংশপ্তক ও অগ্রযাত্রার আয়োজনে নারী বান্ধব কর্মক্ষেত্র বাস্তবায়ন বিষয়ক ক্যাম্পেইন রোড শো সম্পন্ন

20181130_165144“এখন নয়তো কখন” এই স্লোগানকে সামনে নিয়ে নারী বান্ধব নিরাপদ কর্মক্ষেত্র বাস্তবায়নের পাশাপাশি ৩৬৫ দিন নির্যাতন বিহীন প্রচারনা কার্যক্রমের  আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সক্রিয়তার ১৬ দিন এর ক্যাম্পেইন কার্যক্রম ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে আর্ন্তজাতিক সংস্থা একশন এইড বাংলাদেশের সহযোগিতায়  চট্টগ্রাম সিটি কর্পোরেশান এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা  সংশপ্তক ও অগ্রযাত্রা মাধ্যমে বাস্তবায়িত  “সাসটেইনেবল এন্ড রেসপনসিবল এ্যকশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার (শ্রমিক) প্রকল্পের আয়োজনে চট্টগ্রামে এক বর্নাঢ্য “রোড শো” প্রচারণা ক্যাম্পেইন ৩০ নভেম্বর অনুষ্টিত হয় । দুই পর্বে বিভক্ত রোড শো টির মধ্যে ছিল রোড শো , স্বাংস্কৃতিক পরিবেশনা,ফিল্ম শো এবং মতবিনিময় । সংশপ্তকের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় রোড শো এর ১ম পর্বের শুরুতে বক্তব্য রাখেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, একশন এইড বাংলাদেশের শ্রমিক প্রকল্পের ম্যানেজার ড. আফরোজা আক্তার ,বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ ফয়েজ,সংশপ্তক ইয়াং লিডার্স ফোরামের সভাপতি চুমকি মহাজন,সংশপ্তক নারী মঞ্চ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোহেল ।দুই পর্বে বিভক্ত রোড শো টি বায়েজিদ রউফাবাদ সংশপ্তক কর্তৃক পরিচালিত রৌফাবাদ মাস্টার ক্যাফে “নারী মঞ্চ”থেকে শুরু হয়ে অক্সিজেন, আতুরার ডিপো, মুরাদপুর, বহদ্দার হাট হয়ে পুনরায় রউফাবাদ এসে শেষ হয় । পুনরায় সন্ধ্যা ৬ টায় বায়েজিদ, টেক্সটাইল, ২নং গেইট, হয়ে আগ্রাবাদ, হালিশহর খাদ্যগুদাম এলাকায় অগ্রযাত্রা কর্তৃক আয়োজিত  অনুষ্ঠানে যোগদান করে সেখানের কার্যক্রম সম্পাদন করে রোড শো টি শেষ হয় । রোড শো এর  দুইপর্বেই বর্নাঢ্য স্বাংস্কৃতিক পরিবেশনা,ফিল্ম শো এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সেখানে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ ও খুদে গান রাজ এর জনপ্রিয় শিল্পী প্রিয়া ভৌমিক ও চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী লোকমান । হালিশহরে অনুষ্টিত আয়োজনের সঞ্চালনা করেন অগ্রযাত্রার প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ রফিকুল ইসলাম ও সভাপতিত্ব করেন  অগ্রযাত্রার সভাপতি _DSC0730নীলিমা আকতার চৌধুরী । এছাড়াও একশন এইড বাংলাদেশের শ্রমিক প্রকল্পের আহছানুজ্জাামান শাহিন,মারুফ হোসাইন,শ্রমিক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ,শ্রমিক প্রতিনিধি বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন । উল্লেখ্য গত ২৩ ও ২৪ নভেম্বর ঢাকা,ট্গংী ও গাজীপুরে সেইফটি এন্ড রাইটস,আওয়াজ ফাউন্ডেশান এবং কর্মজীবি নারীর  শ্রমিক প্রকল্পের আয়োজনে এই কার্যক্রমটি পরিচালিত হয় । আগামী ৪ ডিসেম্বর, ২০১৮ মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে ক্যাম্পেইন কার্যক্রমের অংশ হিসেবে  “ নিরাপদ ও নারীবান্ধব কর্মক্ষেত্র বাস্তবায়নঃ আমাদের করণীয় ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে । উক্ত মতবিনিময় সভায় শ্রম অধিদপ্তর প্রতিনিধি,সরকারি কর্মকর্তা, বিজিএমইএ প্রতিনিধি, গার্মেন্টসের মালিক ও সিনিয়র ব্যাবস্থাপনা কর্মকর্তা, সাংবাদিক, বেসরকারী সংস্থার  প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন ।
আরও পড়ুন

সর্বশেষ