শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়সংসদ নির্বাচনের সাত থেকে দশ দিন আগে সেনা মোতায়েন : কমিশন সচিব

সংসদ নির্বাচনের সাত থেকে দশ দিন আগে সেনা মোতায়েন : কমিশন সচিব

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে তিনদিন অথবা সাত থেকে দশ দিন আগে সেনা মোতায়েন করা হবে। নির্বাচন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিংয় দেওয়ার সময় ১৫ নভেম্বর তিনি একথা জানান। পুনঃতফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

ইসি সচিব বলেন, নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনের দুই-তিনদিন অথবা একসপ্তাহ-দশ দিন আগে সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিজিবি মোতায়েন হবে। সুতরাং তাদের থাকার ব্যবস্থাসহ সব প্রস্তুতি এখন থেকে নিতে হবে। কোথায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেটা এখন থেকে ঠিক করে রাখতে হবে এবং যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে, এখন থেকে ঠিক করে রাখতে হবে। আর কোথায় থেকে নির্বাচনী মালামাল সরবরাহ করা হবে সেটার ব্যবস্থাও করতে হবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, গতকাল পল্টনে শোডাউনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা যেন আর পুনরাবৃত্তি না হয়। আচরণবিধি ঠিকভাবে যেন পালন হয় সেদিকে আপনারা নজর রাখবেন। ব্রিফিংয়ে অংশ নেন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটানিং কর্মকর্তারা।

সচিব বলেন, পোস্টার-ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, কোন কর্মকর্তা শিথিলতা দেখালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ সময় অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ