বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিমানের পাইলট এসোসিয়েশন বাপা’র নির্বাচন সম্পন্ন

বিমানের পাইলট এসোসিয়েশন বাপা’র নির্বাচন সম্পন্ন

biman-picবাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস্ এসোসিয়েশন (বাপা)-এর ২০১৮-১৯ সালের নির্বাহী কর্মকর্তা নির্বাচন গত ২১ অক্টোবর, ২০১৮ সম্পন্ন হয়েছে। ক্যাপ্টেন মাহবুবুর রহমান, সভাপতি এবং ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক- এর নেতৃত্বে  পূর্ণ প্যানেল নির্বাচিত হয়। নতুন নির্বাচিত বাপা কর্মকর্তারা হলেন :

পদের নাম                         নির্বাচিত সদস্যদের নাম

১।      সভাপতি                 :         ক্যাপ্টেন মাহবুবুর রহমান

২।      সহ-সভাপতি           :         ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ

৩।      সাধারণ সম্পাদক              :         ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান

৪।      যুগ্ম-সম্পাদক (প্রশাসন)    :         ফার্স্ট অফিসার এস. এম. মুসাউর রহমান

৫।      যুগ্ম-সম্পাদক (অপারেশন)          :         ফার্স্ট অফিসার গোলাম আবেদ

৬।     কোষাধ্যক্ষ              :         ক্যাপ্টেন মুকাস্সিত হোসাইন

কার্য নির্বাহী সদস্য :

 ১।      ক্যাপ্টেন সাজ্জাদুল হক

২।      ক্যাপ্টেন ইমামুল ইসলাম

৩।      ফার্স্ট অফিসার সাদাত জামিল

বাপা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ এসোসিয়েশন (ইফালপা)-এর একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও)-এর সাথে নিবিড়ভাবে কাজ করে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টির অধিক দেশের লক্ষাধিক বৈমানিক ‘ইফালপার সদস্য।

আরও পড়ুন

সর্বশেষ