বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়সৌদি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

সৌদি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সম্প্রতি অনুষ্ঠিত সৌদি আরব সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি শুরু হবে। সৌদি বাদশা ও পবিত্র দুই মসজিদের খাদেম সালমানের আমন্ত্রণে গত মঙ্গলবার চারদিনের দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব যান শেখ হাসিনা। সফরকালে তিনি বুধবার রিয়াদে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রী মদিনায় মসজিদে নববীতে হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং বৃহস্পতিবার মক্কা শরিফে পবিত্র ওমরা পালন করেন। এছাড়া, প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ সৌদি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক সভায় যোগ দেন। অনুষ্ঠানে পাঁচটি সমঝোতা স্মারক সই করা হয়।

শেখ হাসিনা বুধবার রিয়াদের কূটনৈতিক এলাকায় নিজস্ব ভূমিতে নির্মিত বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন এবং বৃহস্পতিবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের চ্যান্সরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সফর শেষে শুক্রবার দিবাগত রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সম্প্রতি অনুষ্ঠিত সৌদি আরব সফর নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি শুরু হবে।

সৌদি বাদশা ও পবিত্র দুই মসজিদের খাদেম সালমানের আমন্ত্রণে গত মঙ্গলবার চারদিনের দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব যান শেখ হাসিনা। সফরকালে তিনি বুধবার রিয়াদে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে পৃথক বৈঠক করেন। বুধবার রাতে প্রধানমন্ত্রী মদিনায় মসজিদে নববীতে হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং বৃহস্পতিবার মক্কা শরিফে পবিত্র ওমরা পালন করেন। এছাড়া, প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ সৌদি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক সভায় যোগ দেন। অনুষ্ঠানে পাঁচটি সমঝোতা স্মারক সই করা হয়। শেখ হাসিনা বুধবার রিয়াদের কূটনৈতিক এলাকায় নিজস্ব ভূমিতে নির্মিত বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন এবং বৃহস্পতিবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের চ্যান্সরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সফর শেষে শুক্রবার দিবাগত রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ