শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহাফেজ শাহ বজলুর রহমান (রাঃ) পাঠাগার ফাউন্ডেশনের তাফসীরে কানযুল ইমান বিতরণ

হাফেজ শাহ বজলুর রহমান (রাঃ) পাঠাগার ফাউন্ডেশনের তাফসীরে কানযুল ইমান বিতরণ

obayed bookপাঠক সৃষ্ঠি,পাঠাগার প্রতিষ্ঠা ও সুন্নি আকিদা ভিত্তিক বই পত্র ও  প্রকাশনার প্রচার প্রসার কল্পে আল্লামা হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমানের (রাঃ) পাঠাগার ফাউন্ডেশনের উদ্যোগে ইমামে আহলে সুন্নাত আ’লা হযরত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহঃ) ওফাত শত বার্ষিকী ,উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাতিœক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ  শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ও তাহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) ও রাহনুমায়ে শরীয়ত ও তরিকত কুতুবে জমান মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ওফাত বার্ষিকী স্বরণে আল্লামা মাওলানা এম.এ মান্নান সাহেব কর্তৃক বাংলায় অনুবাদ কৃত আ’লা হযরতের অনন্য বিরচিত বিশ^ বিখ্যাত তাফসীর “তাফসীরে কানযুল ইমান” বেতাগী ইউনিয়নের বিভিন্ন মসজিদে  মহান ৮ছফর, ১৯ অক্টোবর,২০১৮ শুক্রবার দরবারে বেতাগী আস্তানা শরীফে বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গাজী শেরেবাংলা আজিজুল হক আলকাদেরী (রাঃ) এর বড়সাহেবজাদা আল্লামা আমিনুল হক আল কাদেরী  ।বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এডভোকেট এ.এফ. মইনউদ্দিন আহমদ, প্রবীন সাংবাদিক এম.এ.কুদ্দুস ,বিশিষ্ঠ শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আইয়ুব,রাঙ্গুনিয়া সরকারী কলেজের অধ্যাপক ড.আবদুল মাবুদ, , লোহাগাড়া হযরত পেঠান শাহ (রহঃ) এর প্রপৌত্র শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির,কদলপুর দরবারের শাহজাদা আমিনুল হক শাহ হাসান,এ.এফ. মুহাম্মদুর রহমান,অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী । উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন  দরবারের মেজ সাহেবজাদা শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবুশাহ , শাহজাদা মোহাম্মদ শাহ আহসান উল্লাহ(শাহচান্দ), শাহজাদা মোহাম্মদ  মাহবুবুর রহমান(মওলানা), শাহজাদা মোহাম্মদ  ওবায়দুর রহমান পেটান শাহ সহ বিভিন্ন দরবারের সাহেবজাদা,উলামায়ে আহলে সুন্নাত গণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপত্বি করেন  আল্লামা হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমানের (রাঃ) পাঠাগার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।।অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আরিফুর রহমান রাশেদ ।

আরও পড়ুন

সর্বশেষ