শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’

ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’

প্রান্তিক মানুষের ডিজিটাল লেনদেনে অন্তর্ভুক্তি নিশ্চিত ও অধিকতর সেবা দিতে বাংলাদেশ ডাক বিভাগ চালু করছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। অধিকতর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রেখে মানুষকে আরও বেশি লেনদেনের স্বাধীনতা প্রদানের লক্ষ্যে এমন সেবা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। নগদ নামের সেবাটি পরিচালিত হবে ডাক বিভাগের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ‘বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট-২০১০’ এর ৩-এর ২-এফ ধারা অনুযায়ী। এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাক বিভাগ জানিয়েছে, ২০১০ সালে শুরু হওয়া বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস ছিল দেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস।

ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ডাক বিভাগের সেবাটি। ডাক বিভাগের দেশব্যাপী অবকাঠামো এবং আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় এক শতাব্দীরও অধিক অভিজ্ঞতা এ ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে বিবেচিত হয়েছিল বলে জানায় প্রতিষ্ঠানটি। ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় ডাক বিভাগের রয়েছে শত বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। দেশব্যাপী ৯৮৮৬টি পোস্ট অফিস এবং কর্মচারীদের তত্ত্বাবধানে ডিজিটাল ফিন্যান্সিয়াল খাতে যে কোনো অনিয়ম দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রয়েছে আমাদের।

আরও পড়ুন

সর্বশেষ