সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকালুরঘাট সেতুতে ফাটলের গুজবে আতংক

কালুরঘাট সেতুতে ফাটলের গুজবে আতংক

কালুরঘাট সেতুর ক্ষতিগ্রস্ত গার্ডারগুলোতে গত কয়েকদিন ধরে মেরামতের কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে ব্রিজটির উপর দিয়ে প্রায় ঘন্টা খানেক বন্ধ রাখা হয় গাড়ি চলাচল। ব্যাস এইটুকুই। কিন্তু একটি পক্ষ মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেয় যে– ‘ফেটে গেছে কালুরঘাট ব্রিজ’। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যম ও মানুষের মুখে–মুখে মুহূর্তেই তা চাউর হয়ে যায় চারিদিকে। কেউ কেউ বিভিন্ন মাধ্যমে ব্রিজের ‘ফাটলযুক্ত’ ছবিও ছেড়ে দেয়। এতে আতংক দেখা দেয় সেতু ব্যবহারকারী দক্ষিণ চট্টগ্রামের কয়েক লক্ষ মানুষের মাঝে। অনেকেই জানতে চান আসল ঘটনা।

এ ব্যাপারে কথা হয় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী শহীদ নাইমুল হকের সাথে। তিনি বলেন সেতুতে ফাটলের কারণে নয়, বার–বার নিষেধ করা সত্ত্বেও ইজারাদারেরা ভারি যান চলাচল অব্যাহত রাখায় সেতুর গার্ডারগুলো ইতোমধ্যে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। মূলত এগুলো উন্নয়নের কাজ চলছে। সে কারণে হয়ত কিছুক্ষণ সেতু বন্ধ রাখতে হয়েছিল। এ নিয়ে আতংকিত হওয়ার কোনো কারণ নেই। তবে মেয়াদোত্তীর্ণ এ সেতুটি টিকিয়ে রাখতে হলে এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার ব্যাপারে সেতু ব্যবহারকারীসহ সংশ্লিষ্ঠ সবাইকে সচেতন হতে হবে বলে জানান তিনি। এ ব্যাপারে কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোঃ আবদুল মোমিন বলেন, ঘটনা কি হয়েছে জানিনা তবে গতকাল বিকেলে হঠাৎ করে মোবাইলসহ বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে খবর আসতে থাকে যে ফাটল দেখা দেয়ার কারণে কালুরঘাট সেতুটি বন্ধ রাখা হয়েছে। তবে এর সত্যতা কতটুকু তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানাতে পারেনি কেউ।

এ নিয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের সেতু পরিদর্শক মো. আকবর জানান, গত কয়েক দিন আগে কালুরঘাট সেতুতে ডক ইয়ার্ডের নির্মাণাধীন একটি জাহাজ ভেসে এসে আঘাত হানলে সেতুর পুর্বপ্রান্তের ৫নং পিলারের স্প্যান সরে যায়। মূলত এটি যথাস্থানে ফিরিয়ে আনার কাজ চলছিল গত দু‘দিন ধরে। বিকেলে কিছুক্ষনের জন্য সেতুটি বন্ধ রাখতে হয়েছিল। এ ছাড়া অন্য কিছু নয়। আগামী ২/১ দিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।

আরও পড়ুন

সর্বশেষ