সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদটপশাহজালাল বিমান বন্দরে ৮৭০ কার্টন বিদেশি সিগারেট আটক

শাহজালাল বিমান বন্দরে ৮৭০ কার্টন বিদেশি সিগারেট আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৮৭০ কার্টন বিদেশী সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এসব কার্টন থেকে ১,৭৪ হাজার শলাকার বিদেশি সিগারেট পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা। ২৩ জুলাই বিমান বন্দরে লস্ট এন্ড ফাউন্ড শাখায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ এসব সিগারেট আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে জেদ্দা হয়ে ছেড়ে আসা এসভি ৮০২ ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ সিগারেট এসেছে বলে বিমান বন্দর গোয়েন্দা দল গোপন সংবাদে জানতে পারে ওই সিগারেটগুলো বিমান বন্দরের অভ্যন্তরে লস্ট এন্ড ফাউন্ড শাখায় রয়েছে। পরে শুল্ক গোয়েন্দা দল লস্ট এন্ড ফাউন্ড শাখায় তল্লাশী চালিয়ে ৪ টি কার্টুনে সন্দেহের পর তা জব্দ করে । পরে কার্টুনগুলো ব্যাগেজ বেল্টে এনে সব সংস্থার সামনে কার্টুনগুলি খুলে তার মধ্যে মোট ৮৭০ কার্টুনে ১,৭৪ হাজার শলাকা ৩০৩ ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় এবং শুল্ক গোয়েন্দা কর্তৃক তা মালিকবিহীনভাবে আটক করা হয়। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আরও পড়ুন

সর্বশেষ